খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পূর্ব পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সোহেল জমাদ্দারের (২৭) বাড়ি খুলনার দিঘলিয়া থানা এলাকায়।
দৌলতপুর থানা-পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।