খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা বুধবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি পুলিশ লাইনসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
সঞ্চালনা করেন উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
সভায় নভেম্বর মাসের মাদক ও অস্ত্র উদ্ধার এবং চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সার্টিফিকেট দেওয়া হয়। অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।