কেএমপি আয়োজিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কেএমপি পুলিশ লাইনসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

কেএমপি কমিশনার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় সময় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে যেসব পুলিশ সদস্য জীবন উৎসর্গ করে অনন্য অবদান রেখেছেন, তাঁদের অবদানকে বিনম্র চিত্তে স্মরণ করছি। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

যেকোনো প্রয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন কেএমপি কমিশনার। পরে তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন মর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।