কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইনসের ড্রিলশেডে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সব সময় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং থাকবে।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ ৭৫ জন উপস্থিত ছিলেন।