কেএমপি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণীর খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে কেএমপি পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে দ্বৈত ফাইনালে কনস্টবল সৌরভ ও জাহিদ হাসানের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কনস্টেবল গোপাল কুন্ডু ও মো. আজম উদ্দিনের দল। নারী দ্বৈতে কনস্টেবল ফাতেমা ও বৃষ্টির দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কনস্টেবল সামিয়া ও শামীমার দল।

সবশেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডএফ) আবু রায়হান মো. সালেহ ও ট্রাফিক ইন্সপেক্টর সালাহ্ উদ্দিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) বি এম নুরুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ তাজুল ইসলামের দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশানার বলেন, খেলাধুলা আমাদের দৈহিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়। তিনি পুলিশ সদস্যদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করে নিজেদের ফিট রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এরই মধ্যে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে। এরপর ভলিবল, ফুটবল ও কাবাডি খেলার আয়োজন করা হবে। খেলাধুলায় যাঁরা ভালো করবেন, তাঁদের খেলার জন্য ঢাকায় পাঠানো হবে। কেএমপিতে ভালো খেলোয়াড় তৈরি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এরপর তিনি ব্যাডমিন্টন ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনার দায়িত্বে থাকা এসআই কামরুজ্জামান; নায়েক আবুল বাশার; কনস্টেবল আমিনুর রহমান; কনস্টেবল কিসমত আলী এবং কনস্টবল মো. সামছুর রহমানের হাতে উপহার তুলে দেন তিনি।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মো. সালেহ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।