কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে পোড়াদহ রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল জব্দ করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানার এটিএসআই মুরাদ হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।