পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানার অভিযানে ৪০৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজাহানপুর থানাধীন রাজারবাগ মোড় এলাকা থেকে আসামি নুরুল আলমকে (৪২) গ্রেপ্তার করা হয়।

শাহজাহানপুর থানা-পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন আসামি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।