যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রাম থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
তবে আসামি মো. মাসুম বিল্লাহ ওরফে আশিক (২৬) পালিয়ে গেছেন। তাঁর বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আসামি মাসুমের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এরপর মাসুমের বাড়ি থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।