নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সুধারাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী-চৌমুহনী সড়কের গ্র্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. রুবেলের (২৫) বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়।
ডিবি নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।