পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমাকে (৫৩) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি সদর থানাধীন দক্ষিণ পানখাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আশুতোষ চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকায়। তিনি খাগড়াছড়ি জেলা বারের সভাপতি ছিলেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আসামির বিরুদ্ধে ৯টি মামলা আছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।