পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা-পুলিশ।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়কের মাইট্টাইল্যা গলি থেকে আসামি মোহাম্মদ আলী (২৪) ও মো. সজলকে (২৪) গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলীর জাবেদ গ্রুপের ২০-২৫ জন এবং হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের ২০-২৫ জন ঘটনাস্থলে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যান। এ সময় আলী ও সজলকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।