পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার থানা এলাকার আলীম হোসেন (২০), সুলতান আহমেদ রাজু (২০), এমরান হোসেন (২৬) ও শাহজাহান হোসেন (২১)।

দোয়ারাবাজার থানা-পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানাধীন মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস (২০) তাঁর ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরীফের একটি পৃষ্ঠার ওপর পা রাখা ছবি কমেন্ট করেন। ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি আইডি থেকে শেয়ার করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দোয়ারাবাজার থানা-পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত আকাশ দাসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তবে আকাশের বিচারের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে মংলারগাঁও গ্রামের আকাশের বসতঘর এবং তাঁর আত্মীয় মানিক দাসের বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া মাধব রায়ের রেস্তোরাঁ, লোকনাথ মন্দির এবং বাজারের বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়।

দোয়ারাবাজার থানার এসআই আরাফাত ইবনে সফিউল্লাহ জানান, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।