ফরিদপুরে গরুবাহী পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। লুট হওয়া একটি গরু এবং গরু বিক্রির ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) ফরিদপুরের কোতোয়ালি থানাধীন রঘুনন্দনপুর এবং আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ফরিদপুরের সালথা থানা এলাকার হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা (২৬) এবং আলফাডাঙ্গা থানা এলাকার মো. ইয়াদ আলী খান (৫২)।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী মো. মোতালেব মাদবরের (৪০) বাড়ি শরীয়তপুরে। গত ৭ ডিসেম্বর গরু কিনতে তিনি কুষ্টিয়া সদর থানাধীন আলামপুর বালিয়াপাড়ার পশুর হাটে যান। সেখান থেকে ছয়টি গরু কিনে পিকআপ ভ্যানে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন পশ্চিম গোয়ালচামট এলাকায় ডাকাতির শিকার হন তিনি। অজ্ঞাতপরিচয় ৮-১০ জন ব্যক্তি ছয়টি গরু, পিকআপ, ১ লাখ টাকা ও দুটি ফোন ছিনিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। ওই রাতেই ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের কাফুরা এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফাহিম ফয়সাল তরফদার জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন রঘুনন্দনপুর এলাকা থেকে হাসিবুলকে গ্রেপ্তার এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর থেকে অপর আসামি ইয়াদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি ষাড় এবং গরু বিক্রির ১ লাখ টাকা। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।