সিলেটের বিশ্বনাথের নওধারপাড়ার আলোচিত লিলু মিয়া (৪৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন বিশ্বনাথ থানাধীন নওধারপাড়ার আফজল আলী (২৬) এবং সুনামগঞ্জ সদর থানাধীন ধোপাখালী গ্রামের মাহাবুবুর রহমান (২২)।
গত ৮ ডিসেম্বর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন আমবাড়ি বাজার থেকে মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আফজলকে বিশ্বনাথের বৈরাগীবাজার থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা ও মাহাবুবুরের ফেলে আসা জুতা জব্দ করা হয়েছে।
পিবিআই সিলেট জানায়, বিশ্বনাথের নওধারপাড়ার লিলু মিয়া গত ১৪ আগস্ট গ্রামের মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় লিলুর স্ত্রী তাছলিমা বেগম বিশ্বনাথ থানায় মামলা করেন। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।
পিবিআই সিলেটের ইনচার্জ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, আসামি মাহাবুবুর আদালতে জবানবন্দি দিয়েছেন। নওধার গ্রামের কিছু চিহ্নিত অপরাধীর সঙ্গে আসামি মাহাবুবুরের কারাগারে পরিচয় হয়। সেই সূত্র ধরে নওধার গ্রামের অপরাধীরা মাহাবুবুরকে সঙ্গে নিয়ে লিলুকে হত্যা করেন।