পরিবারের সদস্যদের কাছে অপহৃত দুই শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত বুধবার (১১ ডিসেম্বর) বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর থেকে শিশু নাঈম (৭) ও নাবিলকে (৩) উদ্ধার করা হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জানায়, ভুক্তভোগী নাঈম ও নাবিল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকার আ. কাদিরের সন্তান। গত ৮ ডিসেম্বর দুপুরে পশ্চিম লামাপাড়ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। সন্ধ্যার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশু দুটির পরিবার।

গত ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জে লিখিত অভিযোগ জমা দেয় ভুক্তভোগীদের পরিবার। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের এক পর্যায়ে বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।