এক নারীর হাতে ফোন তুলে দিচ্ছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ২৫টি মোবাইল ফোন এবং ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এসব ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পিরোজপুর জেলা জানায়, মোবাইল ফোন হারানো এবং ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনায় পিরোজপুরের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এসব ফোন ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ও টাকা পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।