অবৈধ জাল জব্দ করছে নৌ পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে ২ লাখ ১০ হাজার ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৬ কেজি মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নৌ পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানার আওতাধীন নদী থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৬৩ লাখ ১৫ হাজার টাকা এবং মাছের দাম ১৮ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।