পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. হযরত আলীর (৩৬) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন আদর্শপাড়া গ্রামে।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।