পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পাবনা সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মাহমুদুল হাসান সাজিদ (২৩) এবং ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার হারুন অর রশিদ (২৭)।

জানা গেছে, ধর্ষণের শিকার ছাত্রীটি অনলাইনে আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফাইন্ড মাই এডভোকেটের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে যোগাযোগ করে। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে স্থানীয় থানাকে জানায় এবং ভুক্তভোগী নারীকে দ্রুত আইনি সহযোগিতা করার নির্দেশনা দেয়। মামলাটি তদারকি করেছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

পাবনা সদর থানার পরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে চা পানের কথা বলে ভুক্তভোগীকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যান তাঁর প্রাক্তন প্রেমিক মেহেদী হাসান। এক পর্যায়ে সেখানকার একটি পরিত্যক্ত ঘরে তাঁকে ধর্ষণ করেন তিন আসামি। এ ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।