রাজধানীর কদমতলী থেকে ২৪ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অ্যান্টি ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. সাগর (২৬), মো. রতন মুন্সী (৩৭) ও মো. আরিফ শেখ (২৭)। তবে অপর আসামি খায়ের, আমির শেখ ও সোহেল পলাতক।
সিটিটিসি জানায়, কুমিল্লার খায়েরের কাছ থেকে এসব গাঁজা সংগ্রহ করে আমির ও সোহেলকে হস্তান্তরের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন গ্রেপ্তার আসামিরা। কদমতলী থানায় মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।