পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আহাম্মেদ মাখদুমের বাড়ি খালিশপুর থানা এলাকায়।

খালিশপুর থানা-পুলিশ জানায়, অর্থঋণের মামলায় আসামির ৬ মাসের কারাদণ্ড এবং ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।