পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কমলগঞ্জ থানাধীন শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন শ্রীমঙ্গল থানাধীন খেজুরীছড়া চা বাগানের অনিল খাড়িয়া (৩০) ও রাজেন খাড়িয়া (২৪) এবং সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, আসামিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।