মা-বাবার সঙ্গে শিশু রোমান। ছবি : বাংলাদেশ পুলিশ

গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল সাত বছরের শিশু রোমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সহায়তায় শিশুটিকে ফিরে পেয়েছে তার পরিবার।

গত সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উত্তরা পূর্ব থানাধীন জসীমউদ্দিন এলাকায় একটি শিশুকে কান্না করতে দেখে পুলিশ। জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারেনি সে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরে ডিএমপি কন্ট্রোলরুম এবং আশপাশের থানায় শিশুটির বিষয়ে খবর পাঠানো হয়। সংবাদ প্রকাশ করা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি স্থানীয় মসজিদ ও মাদরাসায় খবর দেওয়া হয়।

উত্তরা পূর্ব থানা-পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানায় ছুঁটে আসেন রোমানের মা-বাবা। পরে রোমানকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান রোমানের মা-বাবা।

শিশুটির পরিবার জানায়, রোমানের বাবা মো. হারিজুল ইসলাম ও মা বিবি হাওয়া। তাঁদের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা থানাধীন লাহিড়ী গ্রামে। বর্তমানে তাঁরা গাজীপুরের টঙ্গী থানাধীন আরিচপুরে ভাড়া বাসায় থাকেন। গত সোমবার সকালে সেখান থেকে রোমান হারিয়ে যায়।