ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চিফ এরিক গিল্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

সাক্ষাতকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্ল্যাকমোর, পলিটিক্যাল অফিসার হারম্যানোশি বার্নার্ড, ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির ও নাবিল মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মার্কিন দূতাবাসের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয়পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ; সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি; সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং পেশাগত মানোন্নয়নে পরস্পরকে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।