পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের ইটনা থানা-পুলিশের অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ইটনা থানাধীন যুগিরকান্দা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার মো. কুদরত আলী (৫০) ও হালিমা (৪০)।

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।