রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বংশাল থানাধীন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।
ডিবি তেজগাঁও বিভাগ জানায়, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।