পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি থানা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জালাল উদ্দিন খান ওরফে রবিউল (৪০), শেরপুর সদর থানা এলাকার চাকুরিচ্যুত পুলিশ সদস্য মো. শেখ ফরিদ (৩২) এবং ঝিনাইদহের মহেশপুর থানা এলাকার মো. শিপন আলী ওরফে সোহেল (৩৫)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

ডিবি পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম জানান, আসামিদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুই জোড়া হ্যান্ডকাফ, র‍্যাবের মনোগ্রাম সংবলিত চারটি জ্যাকেট, দুটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, দুটি স্টিলের স্টিক, একটি পুলিশের ট্রাউজার এবং র‍্যাবের মনোগ্রাম সংবলিত একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ভান্ডারিয়ায় ডাকাতি করতে এসেছিলেন। মূলত ডাকাত সরদার অলি পঞ্চায়েতের নির্দেশে গাড়ি ভাড়া করে পিরোজপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন তাঁরা।

ডিবি পিরোজপুরের ওসি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা করা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।