পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা দেশীয় অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। জব্দ করা হয়েছে তিনটি ছুড়ি ও একটি দড়ি।

গত শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে ভাটারা থানাধীন ছোলমাইদ এলাকার বসুমতি মেলার খেলার মাঠের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২০)।

ডিবি গুলশান জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।