আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়ার থানার সদস্যরা।
রোববার (৮ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোড থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক তরুণী ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। অনেক চেষ্টা করেও আশপাশের লোকজন দরজা ভাঙ্গতে পারেননি। এমন পরিস্থিতিতে পুলিশি সহায়তা প্রয়োজন।
আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউনিয়া থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কাউনিয়া থানার একটি দল ঘটনাস্থল গিয়ে দরজা ভেঙ্গে ওই তরুণীকে উদ্ধার করে। পরে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। পারবারিক কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।