রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক চার মাস। শিশুটির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পল্লবী থানা-পুলিশ।
পল্লবী থানা-পুলিশ জানায়, গত শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে মিরপুর ১২ থেকে দিয়াবাড়িগামী মেট্রোরেল লাইনের ১২৪ নম্বর পিলারের পাশের লেক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পল্লবী থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবিতে প্রদর্শিত মৃত শিশুটিকে কেউ চিনে থাকলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১৩২০০৪১১৮৫) অথবা ডিউটি অফিসারের (০১৩২০০৪১১৭৮) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।