রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা-পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনে থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।