চাঁদপুরে টিআরসি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ছয়জন নারী।

গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে পুলিশের সম্মান বাড়াতে নির্বাচিত প্রার্থীদের আহ্বান জানান।

নির্বাচিত প্রার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিয়োগ বোর্ডের সদস্য লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মারুফা নাজনীন এ সময় উপস্থিত ছিলেন।