পিরোজপুরে ওপেন হাউস ডে পালনের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরে ৫০৩টি মসজিদে ওপেন হাউস ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ৫০৩টি মসজিদে একটি বার্তা পাঠান।

জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যেকোনো অপরাধমুক্ত রাখতে এলাকাবাসীর সহায়তা কামনা করেন পুলিশ সুপার।

প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লিদের কাছে পুলিশ সুপারের এই বার্তা পৌঁছে দেন। পুলিশ সুপার শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে পালন করে এলাকাবাসীর কাছে তাঁর বার্তা পাঠান।

বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লাখ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যেকোনো অপরাধমুক্ত রাখতে তিনি জেলাবাসীর সাহায্য কামনা করেন। পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান তিনি।

পুলিশের নম্বর সংবলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। সদরের ৬৪টি, ইন্দুরকানীর ৬৫টি, নাজিরপুরের ৪৬টি, কাউখালীর ৪৮টি, নেছারাবাদের ১১৭টি, ভান্ডারিয়ার ৬৩টি এবং মঠবাড়িয়ার ১০০টি মসজিদে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। পর্যায়ক্রমে পিরোজপুরের ২ হাজার ২৪১টি মসজিদে জুম্মার সময় ওপেন হাউজ ডে পালিত হবে।