বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ধানমন্ডি থানা এলাকা থেকে নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানাধীন মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বাবা গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা করেন।
তদন্তাকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।