ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার অভিযানে ৫৩০টি ইয়াবা বড়ি ও ৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে আসামি এনাম আহম্মদকে (৫০) গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।