দিনাজপুরেরর ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে দুটি চোরাই ট্রাক্টরসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ী থানাধীন রাজারামপুর ফকিরপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩০), শফিকুল ইসলাম (৩০) ও রাশেদ (৩০)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল জানান, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে ফুলবাড়ী থানাধীন আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটির ইফতি ফিলিং স্টেশন থেকে ভুক্তভোগী নিমাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি যায়। এ ঘটনায় মামলা করেন তিনি। তদন্তের এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আসামি শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। রাশেদের দেওয়া তথ্যে একই গ্রামের রুবেলকে গ্রেপ্তার এবং ট্রাক্টরের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও একটি ট্রাক্টর উদ্ধার করা হয় বলে জানান ওসি।