পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা-পুলিশ।

গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর থানাধীন চরদুর্লভা গ্রাম থেকে আসামি নাঈম ওরফে বাবুকে (১৯) গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানা-পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সকালে ভুক্তভোগী সাথী রানী (৩৬) তাঁর সন্তান বিজু রানীকে (২) নিয়ে তুরাগ থানাধীন কামারপাড়া বাজার থেকে কামারপাড়া পুরাতন থানা রোডের ভাসুরের বাসায় যাচ্ছিলেন। বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের ওপর এসিড নিক্ষেপ করেন। এতে সাথীর চেহারার কিছু অংশ এবং বিজুর শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ সময় ওই ব্যক্তি সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উত্তরার শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ২২ নভেম্বর তুরাগ থানায় মামলা করা হয়।

মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত নাঈমকে শনাক্ত করা হয়। পরে তুরাগ থানার একটি দল গত বুধবার ময়মনসিংহ সদর থানাধীন চরদুর্লভা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাই করে আসছেন। নাঈমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।