পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) সকালে কোতোয়ালি থানাধীন সদরঘাট টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. মেহেদী শেখ (২৪), মো. রাজু সিকদার (২২) ও স্বপন গাজী (২৪)।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, কেরানীগঞ্জ থেকে গাঁজা সংগ্রহ করে সদরঘাটে বিক্রি করতেন আসামিরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।