কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে জেলার কটিয়াদী থানাধীন কটিয়াদী পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে আসামি মো. জালাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী জানান, আসামির বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।