আবরারুল হক আরিফ। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ভাটারা এলাকা থেকে আবরারুল হক আরিফ (১৬) নামের এক কিশোর হারিয়ে গেছে। তার উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা।

ভাটারা থানা-পুলিশ জানায়, আবরারুল হক আরিফ ভাটারার ছোলমাইদ এলাকায় পরিবারের সঙ্গে থাকে। ওই এলাকার মাহফুজুল উলুম মাদরাসার ছাত্র সে। গত ১৪ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আরিফ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আরিফের বাবা গত ৪ ডিসেম্বর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে ভাটারা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৮৪) অথবা ওসির (০১৩২০-০৪১৫৯১) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।