পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. রাসেল মিয়ার (৩৫) বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়ায়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন শেখ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।