পিরোজপুরে টিআরসি নিয়োগে উত্তীর্ণদের সঙ্গে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথিকভাবে ৩২ জন উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে তিনজন নারী।

বুধবার (৪ অক্টোবর) রাতে পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মুহাম্মদ আবু নাসের এই ফল ঘোষণা করেন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পিরোজপুর জেলা পুলিশ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের অনেকে অভিব্যক্তি প্রকাশের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।

টিআরসি নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা হলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাছুদুল আলম এবং বরিশালের গৌরনদী সার্কেলের মোসা. শারমিন সুলতানা রাখী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন প্রমুখ।