টিআরসি নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন নোয়াখালীর পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক।

নোয়াখালী জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর ) রাতে নোয়াখালী পুলিশ লাইনসের শহীদ মনিরুল হক হলরুমে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করেন নোয়াখালীর পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও ফুল দিয়ে অভিনন্দন জানান। উর্ত্তীণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রার্থী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।