রাজধানীর খিলগাঁওয়ের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি ইসমাইলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর ইসমাইল ও তাঁর সহযোগীরা মেরাদিয়া এলাকায় ভুক্তভোগী ইয়াসিনের দোকানে এসে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ইয়াসিনকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন। সর্বশেষ গত ৫ অক্টোবর রাতে আবারও ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন আসামিরা এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গত ৬ অক্টোবর খিলগাঁও থানায় চাঁদাবাজির মামলা করা হয়।
তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।