পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুর সদর থানা-পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নেছারাবাদ থানাধীন বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার বাপ্পি ওরফে সুমন রায় (৩৮) ও মেহেদি হাসান (৩৮), নেছারাবাদ থানা এলাকার কামরুল (২৪) এবং যশোরের অভয়নগর থানা এলাকার মুন্না মুন্সি (২৪)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, গত ২১ নভেম্বর রাতে পিরোজপুর শহরের একটি বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী মজিবর রহমান।

তিনি জানান, তদন্তকালে সিসিটিভি ফুটেজ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।