পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর কাফরুলে এক ব্যক্তির বাসায় চুরির অভিযোগে তাঁর গাড়িচালককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনাজপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ রবিউলকে (৩০) গ্রেপ্তার করা হয়।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হিলি বন্দর এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে ৬ লাখ ৪৯ হাজার টাকা, স্বর্ণের ছয়টি চুরি, ৯টি আংটি, সাতটি চেইন, একটি ব্রেসলেট, এক জোড়া কানের রিং ও একটি নাকফুল উদ্ধার করা হয়।

কাফরুল থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল প্রায় সাত বছর ধরে ভুক্তভোগী মো. মজিবুর রহমানের গাড়ি চালান। গত ৪ সেপ্টেম্বর দুপুরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে নিজ গাড়িতে চালক রবিউলকে নিয়ে বিমানবন্দরে যান মজিবুর। পরে তিনি বাসার চাবি ও গাড়ি নিজের শ্যালিকাকে বুঝিয়ে দিতে রবিউলকে বলেন।

তবে গাড়ি নিয়ে প্রথমে মজিবুরের বাসায় যান রবিউল। এরপর বাসা থেকে ১০ লাখ টাকা , ১৫ ভরি স্বর্ণালংকার , পাঁচটি হীরার আংটি, বাসার সিসিটিভি ক্যামেরাসহ মোট ২৭ লাখ টাকার মালপত্র চুরি করেন। এরপর গাড়ি ও বাসার চাবি মজিবুরের শ্যালিকাকে বুঝিয়ে দেন। এই ঘটনায় দেশে ফিরে কাফরুল থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।