পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সাতগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি জাহাঙ্গীর মিয়ার (৪০) বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন টেকেরঘাট গ্রামে।

ডিবি মৌলভীবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন বাল্লা সীমান্ত থেকে ফেনসিডিল সংগ্রহ করে মৌলভীবাজারে নিয়ে যাচ্ছিলেন আসামি। তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।