ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৩২৮টি ইয়াবা বড়িসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা করা হয়েছে।