পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের মুনসুর আলী মেডিক্যাল কলেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. জুম্মন কাজী (২৪), মো. হাসনাইন (২৮), মো. মিজানুর রহমান গাজী (২৪) ও মো. হোসেন (২০)। তাঁদের মধ্যে জুম্মনের বিরুদ্ধে দুটি মামলা আছে।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, অভিযানে সময় ডাকাতদলের কয়েকজন সদস্য পালিয়ে গেছেন। গ্রেপ্তার আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতেন তাঁরা। এরপর সুযোগ বুঝে পথচারী ও বিভিন্ন গাড়ি আটকে ডাকাতি করতেন।

সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।