কক্সবাজার সদর থানা-পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি অটোরিকশা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঈদগাঁ ময়দান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজার সদর থানা এলাকার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯) ও মো. রাকিব (১৯) এবং চকরিয়া থানা এলাকার শহীদ হোসাইন (২৫)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া জানান, আসামিদের কাছ থেকে চারটি ছুরি জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।